নির্বাহী পরিচালকের বাণী

আস্সালামু আলাইকুম,

সম্মানিত সুধী. আপনাদের দোয়া ও সহযোগিতা আজ রয়েল ভিশন ফাউন্ডেশন(আরভিএফ) আপনাদের পাশে আছে। RVF সকল সদস্য বৃন্দ ও কাছের/ দুর থেকে যারা সহযোগিতা করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম fb বন্ধু গণ এবং সাংবাদিক বৃন্দ ও প্রশাসনিক বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ প্রত্যেককে জানাই লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন।

সম্মানিত সুধী,

আজ এই সংস্থার একটি ভিত্তি মজবুত করেছেন আপনারা। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে,যা বছরের পর বছর কাজ করে ও অনেকে পারেননি তা আপনারা সম্ভব করেছেন যেমন,বন্যা দুর্গতদের মাঝে খাদ্য,বস্র নিয়ে হাজির হয়েছেন,দিয়েছেন অবহেলিত কষ্টের সময় পার করা রহিঙ্গাদের মাঝে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, বিশ্বের মহামারি করোনা ভাইরাস এ মাস্ক বিতরন, ত্রান সামগ্রী, সচেতন মূলক হেন্ট লিপলেট,ব্যানার।  চলমান রেখেছেন রক্ত দান কর্মসূচি ও ফ্রি রক্তের গ্রুপ‘ ক্যাম্প অসহায় ও গরীব এবং মেধাবী ছাত্র/ছাত্রীদের মাঝে আপনাদের সহযোগিতা। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অসহায়,গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ। পথশিশুদের পাঠদান, খাবার,পোশাক দেওয়া,প্রতিবন্ধী বাচ্ছাদের সহযোগিতার সবই আপনাদের অবদান, এই জন্য আপনাদের প্রতি রইল কৃতজ্ঞতা।

সম্মানিত সুধী,

আপনারা জানেন আমাদের কাজের গতি থানা ছেড়ে জেলা,জেলা ছেড়ে বিভাগ,বিভাগ ছেড়ে সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌছে যাচ্ছে দিন দিন, আপনাদের সহযোগিতা ও নিরলস পরিশ্রমে গড়ছে ডিজিটাল বাংলাদেশ। মাদকের বিরুদ্ধে অভিযান,মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আপনাদের নিরলস পরিশ্রম ও সার্বিক সহযোগিতায় আমরা চির কৃতজ্ঞ।

সম্মানিত সুধী,

আপনাদের কাজের অগ্রগতি ও সুশৃংখল কার্যক্রম চলমান দেখে অনেকে অনুপ্রেরণা যুগিয়েছেন, কাজের অগ্রগতি বাড়িয়েছেন। আপনারা কোন কার্যক্রম ফেলে রাখেন নিই, আপনারা অধিক আগ্রহের সাথে সকল কার্যক্রম চলমান রেখেছেন। নিন্দুকের কাছে হার মানেন নেই তার জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

সম্মানিত সুধী,

আপনাদের আদর,ভালবাসা,শ্রদ্ধা এবং শিক্ষা আমাকে আজ এই জায়গায় বসিয়েছে যাতে সংস্থার/আপনাদের সম্মান রক্ষা করার জন্য যাবতীয় কার্যক্রম আপনাদের সহযোগিতা নিয়ে করতে পারি, সেই দোয়া করবেন এবং সব সময় আমাদের পাশে থাকবেন উৎসাহ দিবেন। আল্লাহ্ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন। আমিন।

ড. মোঃ মিয়ারাজ হোসেন(মিরাজ)

নির্বাহী পরিচালক

রয়েল ভিশন ফাউন্ডেশন