সভাপতির বাণী

রয়েল ভিশন ফাউন্ডেশন একটি শান্তি,মানবতা ও সমাজ উন্নয়ন সংগঠন। সমাজের বিভন্ন দিক বিবেচনা করে সংস্থাটি সৃষ্টি। এই রকম একটি সংগঠনের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সদস্য এবং শুভাকাঙ্খি সবার কাছে আমার চাওয়া একটাই তারা যেন সঠিক সময়ে সঠিক কাজটি করে এবং সবসময় সংগঠনের সাথে থাকে। সভাপতি হিসেবে আমি সংগঠনের স্বার্থে যেকোন পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। সমাজের ও দেশের স্বার্থে এই ধরনের স্বার্থহীন সংগঠন আমাদের আরো প্রয়োজন।এই সংগঠন কে সবাই সন্তানের মত ভালবাসলে অবশ্যই প্রতিষ্টানটি অনেক উপরে যেতে পারবে এবং জনগনের সেবায় আরো ভাল ভাল পদক্ষেপ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি।

ড. সাবরিনা রিতা

সভাপতি

রয়েল ভিশন ফাউন্ডেশন